পূর্ব মেদিনীপুর জেলার বরিষ্ঠ নাগরিক মঞ্চ ‘সঞ্জীবন’-এর পাঁউশি অন্তোদয় অনাথ আশ্রমে মূল্যবোধ, চরিত্র গঠন ও ভবিষ্যৎ উন্নত জীবন গড়ার উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের শিক্ষণ শিবির হলো। সংস্থার সম্পাদক হৃষিকেশ দাস, সহ-সম্পাদক রমণী কান্ত পাত্র, দীপক কুমার মাইতি ও তাপস কুমার বেরা এবং সদস্য অশোক কুমার দাস, সূর্যকান্ত মিশ্র ও স্বাগতা নন্দ প্রমুখ উপরোক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। শিক্ষণ সামগ্রী কেনার জন্য ‘সঞ্জীবন’-এর পক্ষে সংস্থাকে নগদ পাঁচ হাজার টাকা দান করা হয়। এছাড়াও সকল ছাত্রছাত্রীকে বই, খাতা ও কলম উপহার দেওয়া হয়। আশ্রমের কর্ণধার বলরাম করণ ও তাঁর জ্যেষ্ঠা কন্যা ময়না করণ পাল আশ্রমের পক্ষে ‘সঞ্জীবন’-এর সদস্যদের আন্তরিক আপ্যায়ন করেন। আগামী দিনেও এই ধরনের শিবির আয়োজনের জন্য আশ্রমের পক্ষেঅনুরোধ জানানো হয়।সঞ্জীবন-এর উদ্যোগে পাঁউশি অন্তোদয় অনাথ আশ্রমের ছাত্রছাত্রীদের জন্য চরিত্র গঠন ও মূল্যবোধের শিক্ষণ শিবির করে। অতিথিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শিক্ষণ সামগ্রীর জন্য ‘সঞ্জীবন’-এর পক্ষে সংস্থাকে নগদ পাঁচ হাজার টাকা দান করা হয়। এছাড়াও সকল ছাত্রছাত্রীকে বই, খাতা ও কলম উপহার দেওয়া হয়। এই উপহার পেয়ে খুশী ছাত্র ছাত্রীরা।





