Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

তাজপুরে ৭ লক্ষ টাকার বেআইনী বাজি সহ দুই ব‍্যবসায়ী গ্ৰেফতার 

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ও নন্দকুমার থানা এলাকায় বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। এগরা থানা ফের বড় সাফল্য নিয়ে এল বুধবার সন্ধ্যায় । এ দিনওড়িশা থেকে আগত বিপুল পরিমান অবৈধ বাজি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে একটি ইঞ্জিন ভ্যানে ওড়িশা থেকে বাজি নিয়ে আসার সময় এগরা ২ ব্লকের বেতায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওত পেতেছিল। পুলিশ ওই ইঞ্জিন রিক্সাকে ঘিরে আটুক করে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের বাজি উদ্ধার হয়। এগরা থানার আই সি অরুন কুমার খাঁর নেতৃত্বে থানার মেজবাবু বুদ্ধদেব মান্না, সমীরণ দে বুধবার রাত ৮ টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে এই বাজি উদ্ধার করে। পাশাপাশি ইঞ্জিন ভ্যানটি আটক কের পাশাপাশি দুই বেআইনি বাজি কারবারিকে গ্রেপ্তার করে থানায় আনে। ২ জনের বাড়ি এগরা ২ ব্লকের উত্তর তাজপুর এলাকায় ।

বৃহস্পতিবার ২ অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় বলে জানিয়েছেন এগরা থানার আই সি অরুন কুমার খাঁ। খাদিকুল বিস্ফোরনের পর শিক্ষা নিয়ে এগরা পুলিশ বাজি নিয়ে লাগাতার অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে। নন্দকুমার থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করেছেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে দীপাবলি উপলক্ষে বিপুল পরিমাণ শব্দবাজ বিভিন্ন এলাকায় বিক্রি হতে শুরু করেছে। অবৈধ সব যোগাযোগ বিক্রি এবং পোড়ানো বন্ধ করতে ধারাবাহিক অভিযান চলবে।

Related News

Also Read