Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

মহীয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৬ তম জন্মদিন উদযাপন

আধুনিক নার্সিং পরিষেবার জন্মদাত্রী মহীয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৬ তম জন্মদিনে মেডিকেল সার্ভিস সেন্টার(এম.এস.সি.),প্রোগ্রেসিভ মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া(পি.এম.পি. এ.আই.),নার্সেস ইউনিটির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে নাইটিঙ্গেলের ছবি ও জেনারেল স্বাস্থ্যবিধি সমৃদ্ধ পোষ্টার নিয়ে একটি র‍্যালি করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস,জেলা সহ: সভাপতি ডাঃ জয়দেব ঘড়া,নার্সেস ইউনিটের জেলা সভাপতি লীনা দাস এবং পি এম পি এ আই এর জেলা সম্পাদক রামচন্দ্র সাঁতরা,জেলা সভাপতি অর্জুন ঘোড়ই ,ডাঃ কালিশংকর পাত্র সহ শতাধিক ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা।


অন্যদিকে ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ সকালে মেছেদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয় ট্রাস্ট ভবনে। মহীয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন ট্রাস্টের অন্যতম সদস্য ডাঃ ভবানী শংকর দাস। পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান নার্সেস ইউনিটির জেলা সভানেত্রী সিস্টার লীনা দাস। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন ডাঃ বিতান মাইতি,ডাঃ লালু হেমব্রম ও অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। সংস্থার ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী সকলেই ফ্লোরেন্সের ছবি সম্বলিত ব্যাজ পরিধান করেন। ডাঃ ভবানী শংকর দাস তার বক্তব্যে সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার উল্লেখ করেন। ফ্লোরেন্স নাইটিংগেলের জীবন সংগ্রাম থেকে শিক্ষনীয় বিষয়গুলি গ্রহণ করে রোগীদের পরিষেবা দানের ক্ষেত্রে শপথ গ্রহণের আহ্বান জানান সিস্টার লীনা দাস। বক্তারা ডাক্তার- স্বাস্থ্যকর্মীদের উপর বিভিন্ন ক্ষেত্রে সংগঠিত আক্রমণ ও সিন্ডিকেট চক্রের সমালোচনা করেন। নাইটিঙ্গেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Related News

Also Read