Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

শহীদ দিবসকে সফল করতে কাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা

একুশে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম্য একটা ঐতিহাসিক ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের পরিকল্পনা নিয়েছেন।

আমাদের কর্মীদের এগিয়ে আসতে হবে একুশে জুলাই এর জন্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে একুশে জুলাই এর গুরুত্ব একটু আলাদা। সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এবং একুশে জুলাইকে মাথায় রেখে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মীদের কাছে একুশে জুলাই এর গুরুত্ব এবং মাহাত্ম্য পৌঁছে দিতে হবে। কর্মীরাই আমাদের সবথেকে বড় জোর, তারা যদি একত্র হয়ে কাজ করেন সবাই আমাদের সাফল্য আসবে। সে ভোট হোক বা একুশে জুলাই হোক বলে দাবী তৃণমূলের শ্রমিক সংগঠনের কাঁথি জেলা সভাপতি শিবুরাম মাইতির।

২১জুলাই ধর্মতলায় তৃণমূলের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি সভা করা হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে ২১জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে সেই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমার্থক কলকাতায় নিয়ে যাবার লক্ষ্যে রয়েছে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক বিকাশ চন্দ্র বেজ এবং আমিন সোহেল । এদিনের এই প্রস্তুতি সভায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে আলোচনা সভা হয়।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযুষকান্তি পন্ডা, কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না, কাউন্সিলর অতনু গিরি, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইমরান আলি খান সহ, রণেণ সিংহ-সহ অন্যান্যরা।

Related News

Also Read