প্রবল বর্ষায় মানুষ জল প্লাবিত হওয়ার আগে জয়কৃষ্ণপুর থেকে রাতুলিয়া পর্যন্ত ৬নং জাতীয় সড়কের দুপাশে নিকাশি খাল সংস্কারের দাবিতে আন্দোলনে নামলো বামফ্রন্ট।
সোমবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলে একশো দিনের কাজ দেওয়া সহ অঞ্চলের আওয়ায় থাকা সমস্ত রাস্তা দ্রুত সম্প্রসারন করা , সমস্ত গরীব মানুষদের আবাস যোজনায় গৃহ দান সহ একাধিক দাবিতে গন ডেপুটেশন দিল বামফ্রন্ট।একই দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সারা ভারত কৃষক সভার নেতৃত্বরা এদিন লিখিত আকারে অঞ্চল গ্রাম প্রধানের কাছে একাধিক দাবির ডেপুটেশন পত্র জমা দিয়েছেন ।
জানা গেছে আন্দোলনকারীদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন গ্রাম প্রধান।
Post Views: 16