রিয়েল এস্টেটের ব্যাবসাকে আরো উন্নত,প্রচার এবং প্রসারের লক্ষে এই প্রথম এক দিনের এক সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার নিউ আলিপুর এর ধনোধান্যে অডিটোরিয়ামে। ক্রেদাই আয়োজিত এই এক দিনের সম্মেলনের নাম দেওয়া হয়েছে স্টেটকন ২০২৩।
কলকাতার গ্র্যান্ড হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই সম্মেলনের প্রেসিডেন্ট সুশীল মহতা জানালেন আমরা চাই প্রমোটিং বিজনেস অর্থাৎ রিয়েল
এস্টেটস এর ব্যাবসা আরো বাড়ুক বাংলায়। আমাদের প্রতি বছর তিরিশ হাজার কোটি টাকার ব্যবসা হয় এই বাংলাতে।
১১০০ শিল্প আমাদের ক্রেডাই এর মেম্বার। সবাই কে এক ছাতার তলায় নিয়ে এলে এই ব্যাবসা আরো বাড়বে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মেলনের উদ্বোধন করবেন।সারা জেলা থেকে আমাদের অনেক ছোটো থেকে বড় নানা ব্যাবসাদার উপস্থিত থাকবেন।
আজ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি ও হাওড়া জেলার ক্রিডাই এর প্রেসিডেন্ট তমাল ঘোষাল, ক্রেডাই এর কলকাতার প্রেসিডেন্ট সিদ্ধার্থ
পন্সারি ও উত্তরবঙ্গের ক্রেডাই এর প্রেসিডেন্ট নরেশ আগরওয়াল।

