Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। অমিত শাহকে আতংকের পরিবেশ উপহার লস্কর-ই-তইবার ।।

উৎসব মরসুমে ফের অশান্তি ছড়াতে শুরু করলো ভুস্বর্গ কাশ্মীরে।এবার এখানকার কারা বিভাগের ডিজিপিকে খুন করে,সেই ঘটনাকে সরাষ্ট্র মন্ত্রীর জন্য ছোট উপহার বলে কটাক্ষ করলো লস্কর-ই-তইবার ভারতীয় শাখা ‘পিপিলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স’ (পিএএফএফ)।

মঙ্গলবার তিন দিনের সফরে জম্মু ও কাশ্মীরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার জম্মুতে বন্ধুর বাড়ি থেকে ডিজিপি হেমন্তকুমার লোহিয়ার (৫৭) দেহ উদ্ধার করা হয়। তাঁর গলার নলি কাটা ছিল। দেহে পোড়া চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর। 



প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, তাঁকে খুন করেছে বাড়ির কাজের লোক ইয়াসির। সেই লোকটি ঘটনার পর থেকে পলাতক বলে জানা গিয়েছে। 

কারা বিভাগের ডিজিপিকে খুনের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরে। ইয়াসির নামের সেই পলাতক পরিচারকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার লোহিয়া গত অগস্টে কারা বিভাগের ডিজিপি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 

Related News

Also Read