Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। রথযাত্রার শেষ মুহুর্তের প্রস্তুতি তমলুকের মহাপ্রভু মন্দিরে ।।

মঙ্গলবার রথযাত্রা আর রথযাত্রা বললেই সবার আগে মনে আসে ভারতবর্ষের পুরীর রথযাত্রার কথা। রথের আগেই সমস্ত রকম প্রস্তুতি শেষ করা হয় রথযাত্রার আগের দিন। সেইমতো পুরীর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্যবাহী প্রাচীন মহাপ্রভু মন্দিরে মঙ্গলবার তমলুক শহর পরিক্রমার মাধ্যমে পালন করা হবে রথযাত্রা মহোৎসব।


গত কয়েকদিন ধরেই চলছে এই রথ যাত্রার প্রস্তুতি। সোমবার সকাল থেকেই তমলুকের মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে তিনটি রথ সাজানোর কাজ শুরু হয়। এই রথ উপলক্ষে শহর পরিক্রমার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ ভক্তদের অন্নপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে এমনটা জানান রথ কমিটির সম্পাদক গৌর কৃষ্ণান্দা দেব গোস্বামী।

Related News

Also Read