শুক্রবার থেকে বন্দর নগরী হলদিয়াতে শুরু হলো বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব। সংবাদ সাপ্তাহিক আপনজন আয়োজিত এই উৎসব এবার ২০ বছরে পা দিল। আজ ৫ ও আগামীকাল ও পরশু মোট তিনদিন ধরে চলবে এই সাহিত্য সংস্কৃতি উৎসব।কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী শতবর্ষ নগরে (হলদিয়া ইন্সটিটিউট অফ হেস্থ সায়েন্স ক্যাম্পাস নলেজ সিটিতে উৎসবের আয়োজন করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতির এই মিলন প্রাঙ্গণে এবার পাঁচ শতাধিক কবি সাহিত্যিক, শিল্পী অংশ নিচ্ছেন। দুই বাংলা ছাড়াও বহির্বঙ্গের উত্তরপ্রদেশ, ত্রিপুরা, দিল্লি, মেঘালয়, আন্দামান, আসাম, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কানপুর, মুম্বাই, ত্রিপুরা, মণিপুরের পাশাপাশি আমেরিকা, কানাডা, দুবাই সহ বঙ্গ সংস্কৃতি চর্চার বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন।
এই উৎসবকে প্রাণময় করতে হাজির থাকছেন বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি জগতের এক ঝাঁক ব্যক্তিত্ব। ৫ তারিখ বেলা ১১টায় আইকেয়ার ক্যাম্পাস-আর্যভট্ট গ্রন্থাগার প্রাঙ্গণে কবি তমালিকা পণ্ডাশেঠের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও উৎসবের প্রধান পৃষ্ঠপোষক লক্ষ্মণ শেঠ।অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনা ও অন্যান্য ক্ষেত্রে অংশ নেন সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ড. লক্ষ্মণ চন্দ্র শেঠ , ২০২৩ সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী, চিত্রশিল্পী শ্রী হিরণ মিত্র, কথাসাহিত্যিক শ্রী রামকুমার মুখোপাধ্যায়, কথাসাহিত্যিক অমর মিত্র, কথাসাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়, কথাসাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী, পদ্মশ্রী বুলা চৌধুরী, শ্রীমতী মানসী দে শেঠ, শ্রী আশীষ লাহিড়ী, শ্রী সায়ন্তন শেঠ প্রমুখ ব্যক্তিত্ব।