ইন্দ্রজিৎ আইচ :- প্রতি বছরের মতন এই বছর সম্প্রতি প্রকাশিত হলো দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউ এর সব থেকে নামকরা দুর্গাপুজো ত্রিধারা দুর্গা উৎসব এর শারদ সংকলন ১৪৩০।
শরত বোস রোডের ভূপেশ ভবনে
এই শারদ সংকলন এর প্রকাশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শঙ্করলাল ভট্টাচার্য্য, প্রচেত গুপ্ত, দেজ এর কর্ণধার সুধাংশু শেখর দে, রেভিনিউ এর প্রধান সৌমিত্র বিশ্বাস, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়,বিধায়ক, কলকাতা কর্পোরেশন এর মেয়র পারিষদ ও এই বইয়ের সম্পাদক দেবাশিস কুমার এবং সহযোগী সম্পাদিকা কবি বীথি চট্টোপাধ্যায় ও এই বইয়ের প্রচ্ছদ শিল্পী শুভাপ্রসন্ন। সকলেই এই প্রকাশ করে বলেন সারা বাংলায় এক মাত্র এই ত্রিধারা যারা দশ বছর ধরে এই পুজো সংখ্যা করে আসছেন।
অপূর্ব সুন্দর একটা বই যা ইতি মধ্যে সকল পাঠকের মন জয় করে নিয়েছে। এই বছর ত্রিধারা সাহিত্য সন্মান প্রদান করা হয়
লেখিকা বাণী বসু কে। উনি অসুস্থ বলে তার কন্যা এলীনা মিত্র র হাতে উত্তরীয়, স্বারক, মানপত্র তুলে দেন ত্রিধারা র সম্পাদক দেবাশিস কুমার ও তার সহধর্মিনি দেবযানী বসু কুমার। সংযোজনায় দেবাশিস বসু। এক সাক্ষাৎকারে ত্রিধারা
র সম্পাদক দেবাশিস কুমার জানালেন আপামোর বাঙালী র কাছে শারদ উৎসব মানেই তিনটি জিনিস, এক দুর্গা পুজো , দুই পুজোর গান আর তিন শারদীয়া পত্রিকা। আমি সাহিত্য খুব ভালোবাসি। অবসর সময়ে বই পড়ি। তাই অনেকদিন ধরে এই বই ত্রিধারা শারদ সংকলন প্রকাশ করছি। এতে আমাদের কোনো রেভিনিউ আসে না, আমরা সকল লেখক লেখিকাদের সন্মান জানাই, লেখার জন্যে সামান্য পারিশ্রমিক দিয়ে থাকি। দশ বছর ধরে এই বই প্রকাশ করছি।
ত্রিধারা দুর্গা উৎসব ৭৭ বছরে পদার্পণ করলো
এই শারদ সংকলন এ লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শংকর, প্রফুল্ল রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, অমর মিত্র, নলিনী বেরা, ত্রিদিপ কুমার চট্টোপাধ্যায়, দেবযানী বসু কুমার, চুমকি চট্টোপাধ্যায়, রূপা মজুমদার, সৌগত চট্টোপাধ্যায় সহ আরো অনেক লেখক লেখিকা। উপন্যাস, ছোটো গল্প, কবিতা, ভ্রমণ, বিনোদন, খেলা, রান্না, ফ্যাশন, লাইফ স্টাইল সহ সাহিত্য সংস্কৃতি র যাবতীয় লেখা ত্রিধারা শারদ সংকলন এ পাবেন। ২২২ পাতার এই বইয়ের দাম মাত্র ১৫০ টাকা। এই বইটি সম্পূর্ন রঙিন পত্রিকা, যেটা আর কোনো পুজো সংখ্যায় দেখা যায়না। এর পাশাপাশি আমরা ত্রিধারা র তরফ থেকে প্রতি বছর
ত্রিধারা সাহিত্য সন্মান দি। এর আগে দিয়েছি মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ, সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মনিশংকর
মুখোপাধ্যায় সহ আরো অনেক গুণী সাহিত্য জগতের লেখক লেখিকাদের। এইবছর বাণী বসু কে এই সন্মান দেওয়া হলো।

