চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্রের মূল চক্রী দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বেতাহার গ্রামের বাসিন্দা পারবেশ আলি ধরা পড়লো দিঘা মোহনা থানার পুলিশের জালে । এর আগে গত বৃহস্পতিবার খাদাল গোবরাতে ভুয়ো ‘আয়ুশ স্বাস্থ্য মিত্র’ প্রকল্পের নামে প্রতারণার অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই তিনজনকে শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল চার।
পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্র পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জুড়ে জাল বিছিয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ১১০০ জনের কাছ থেকে আবেদন ফি বাবদ ২০০ টাকা মাথাপিছু তুলেছে। ধৃত পারবেশ আলিকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রতারিতদের দাবি অভিযুক্তদের কঠোর শাস্তির। পুলিশ তদন্ত করে দেখছে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা।





