কাঁথির শিবালয় মন্দির সংলগ্ন এক্সকিউজ মি ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্ন প্রসাদ বসে খাওয়ানো হয়। অন্ন প্রসাদ বিতরণের সূচনা করেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান, প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না এবং কাউন্সিলর তথা ক্লাব সভাপতি অতনু গিরি। উপস্থিত ছিলেন বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ভাইস চেয়ারম্যান বলেন, প্রায় ৯ হাজার মানুষকে বসে অন্ন ভোগ খাওয়ানো হয়। এই মহোৎসব উপলক্ষ্যে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আগামীকাল বাউল গানের অনুষ্ঠান হয়ে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
Post Views: 4