কোলাঘাট পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ পাত্র।এবারের নির্বাচনে তৃনমূল তাঁকে প্রার্থী করেনি।তাই কোলাঘাট ব্লকে ৭ নম্বর জেলা পরিষদের আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন তৃনমূল নেতা বিশ্বজিৎ পাত্র। ঘাষ ফুল তাঁকে বাদ দিলেও সেই ফুলই
তাঁর প্রতীক।তবে জোড়া ফুল নয়,তিনটা ফুল।
দুদিন আগেই তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র তাঁকে দল থেকে
সাসপেন্ড করেন। এদিন প্রচারে এসে সংবাদমাধ্যমে একরাশ ক্ষোভের কথা শোনালেন।বলেন জেলা পরিষদে দাঁড়ানোর জন্য তৃণমূলের কোলাঘাট ব্লক সভাপতি অসীম মাজি তাকে জেলা পরিষদে দাঁড়ানোর জন্য বলেন।তাই তিনি যথারীতি মনোনয়ন
জমাও দেন।শেষমেষ ঐ জেলা পরিষদের আসনে তৃণমূলের ব্লক সভাপতি নিজেই দাঁড়ান।সেই ক্ষোভেই অসীম মাজির ৭ নম্বর জেলা পরিষদের আসনেই প্রতিপক্ষ হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন বলে জানান বিক্ষুব্দ এই তৃণমূল নেতা।






