Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কাঁথি লোকসভা কেন্দ্রে নবনির্বাচিত সাংসদকে সম্বর্ধনা প্রদান

আজ শুক্রবার, ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার, রামনগর বিধানসভার অন্তর্গত, রামনগর -৩ মন্ডলের পক্ষ থেকে, কাঁথি লোকসভা কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ  সৌমেন্দু অধিকারী কে সম্বর্ধনা প্রদান করা হয়।


সম্বর্ধনা জ্ঞাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্রশেখর মন্ডল,রামনগর – ৩ মন্ডলের সভাপতি সত্যেন পঞ্চধ্যায়ী, রামনগর – ৪ মন্ডলের সভাপতি বিবেকানন্দ পাত্র,রামনগর – ২ মন্ডলের সভাপতি চন্দন দাস প্রমুখ নেতৃবৃন্দ এবং দলীয় কার্যকর্তা ও সমর্থকগন।

Related News