প্রদীপ কুমার সিংহ :- আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এলাকায় যাতে সমাজ বিরোধীদের দৌরাত্ম না বাড়ে কিংবা বাইক বাহিনী এলাকার সাধারণ মানুষদেরকে সন্ত্রস্ত না করতে পারে
সেই কারণেই এবার রাতের অন্ধকারে এলাকায় টহলদারির কাজ শুরু করল বারুইপুর থানার পুলিশ। মূলত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তায় এবং অলিতে গলিতে পায়ে
হেঁটে পুলিশ কর্মীরা নজরদারি চালায়।
টহলের পাশাপাশি রাতের বেলায় আসন্ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বহিরাগতদের আনাগোনা কিংবা হুমকি দেওয়া হচ্ছে কিনা তাও তারা জানতে চান বাসিন্দাদের কাছ থেকে।এমনকি তাদেরকে
কোন সন্দেহজনক গতিবিধি নজরে আসলে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর জন্য পরামর্শও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।স্বাভাবিকভাবেই পুলিশের এই ভূমিকা দেখে আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা।
আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
https://youtube.com/@ekhansangbad5105
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫