গান্ধী পরিবারের বাইরের কোনও নেতা প্রায় দুই দশক পরে জাতীয় কংগ্রেসের সভাপতি পদে বসতে চলেছে।
শশী তারুর নাকি মল্লিকার্জুন খাড়্গের মধ্যে একজনকে সোমবার, ১৭ অক্টোবর কংগ্রেসের প্রায় ৯ হাজার জন প্রতিনিধি ভোট দিয়ে বেছে নেবেন সনিয়া গান্ধীর ‘উত্তরসূরি’ হিসাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দেবেন তাঁরা। ভোট দেবেন ‘ভারত জোড়ো’ যাত্রায় শামিল রাহুল গান্ধীও। ভোটের ফল ঘোষণা হবে ১৯ অক্টোবর।
এর মধ্যেই এই রাজ্যে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে তৃনমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী তারুর নয়, মল্লিকার্জুন খাড়্গেকে ভোট দিতে আবেদন করলেন কংগ্রেস নেতাদের! সোমবার টুইটারে লিখলেন, ‘কংগ্রেসের প্রত্যেক ভোটারকে আবেদন করছি খাড়্গেকে নির্বাচিত করুন।’ এই টুইটকে ঘিরে স্বাভাবিক কারনে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

সোমবার দিল্লিতে এআইসিসি দপ্তরেই ভোট দেবেন সোনিয়া গান্ধী ও তাঁর কন্যা প্রিয়ঙ্কা। ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকার কারণে কর্ণাটক থেকেই ভোট দেবেন রাহুল গান্ধী। ভারত যাত্রায় অংশগ্রহণকারী ৪০ জন কংগ্রেস কর্মীও কর্ণাটকেই ভোট দেবেন। তাছাড়া প্রত্যেকটি রাজ্যের কংগ্রেস কর্মীরা ভোট দেবেন নিজের রাজ্য থেকেই। তবে বেশ কিছু রাজ্যে কংগ্রেসের ভোটার তালিকায় গরমিল রয়েছে। সেই নিয়ে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
1/2
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) October 17, 2022
Today , as the polls for election to @INCIndia President starts , I urge upon every voters of @INCIndia Party to elect @kharge Kharge Ji , a very senior & experienced leader who has led @INCIndia Parliamentary Party in the Lok Sabha !

1/2
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) October 17, 2022
Today , as the polls for election to @INCIndia President starts , I urge upon every voters of @INCIndia Party to elect @kharge Kharge Ji , a very senior & experienced leader who has led @INCIndia Parliamentary Party in the Lok Sabha !





