Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। বিনাব্যায়ে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির ।।

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের কাজলা জনকল্যাণ সমিতি ও লাউদা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এবং সমিতি পরিচালিত ধাউড়িয়াবাড় মা সারদা গ্রামীণ উন্নয়ন পরিষদের বন্দনা,বসুন্ধরা, আশা গুচ্ছ সমিতির ব্যবস্থাপনায় এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম পরিচালিত চক্ষু হাসপাতালের সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা লাউদা গ্রাম পঞ্চায়েত এর গোপালপুর তরুন সংঘে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।


এই শিবিরে কাঁথি – ৩ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে রোগীরা চক্ষু পরীক্ষা করতে আসেন। প্রায় ২৫৫ জন রোগীদেরকে কোভিড বিধি নিয়ম মেনে চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০৩ জন ছানি রোগী পাওয়া যায় ।


অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে ছিলেন কমলাকান্ত জানা ,সুভাষ কুইতি মিশনের পক্ষ থেকে ছিলেন মলয় কুমার সামন্ত,ও দিলীপ প্রামানিক লাউদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ চন্দ্র জানা , সদস্য সুখেন্দু বারিক, মা সারদা গ্রামীন পরিষদের সম্পাদিকা কল্যাণী খাঁড়া,কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি প্রমূখ।


অনুষ্ঠানটি পরিচালনা করেন মদন বেরা, সুবিমল বেজ । পরীক্ষা শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।

Related News

Also Read