প্রদীপ কুমার মাইতি:-পঞ্চায়েতে দুর্নীতি, স্বজনপোষণ ও দলতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামলো সি পি এম। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এরিয়া কমিটির উদ্যোগে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বামেরা।
এ দিন সিপিএমের পক্ষ থেকে এগরা ১ ব্লকের বিডিও’র কাছে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন সিপিমের এগরা কমিটির সম্পাদক সমীর কুমার সামন্ত ও এগরা এরিয়া কমিটির সদস্য তপন প্রধান। এ দিন কুদি বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো এলাকা পরিক্রমা করে এগরা ১ বিডিও অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
সিপিএম নেতৃত্বের দাবি, আবাস যোজনায় প্রকৃত যোগ্য প্রাপকদের ঘর দেওয়া হচ্ছে না। যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাঁদেরকে ঘর দেওয়া হচ্ছে। পঞ্চায়েতে দুর্নীতি, স্বজনপোষণ এবং দলতন্ত্র কায়েম চলছে। সরকারি অফিস গুলোকে কার্যত তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। অবিলম্বে এসব বন্ধ না হলে আগামীদিনে বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বামেদের তরফে।
তবে বামেদের এসবের গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ। ওদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই ওরা বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। এসব করে কিছু লাভ হবে না। মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন