Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। রাষ্ট্রীয় ভাষা সম্মান দিচ্ছে “ব্যাংক অফ বরোদা” ।।

ইন্দ্রজিৎ আইচ :- আই টি সি রয়াল বেঙ্গল
হোটেলে আজ ব্যাংক অফ বরোদার আয়োজনে এক সাংবাদিক সম্মেলনে জানানো হলো এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্র ভাষা পুরস্কার প্রদান অনুষ্ঠান।

ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি। তাই ১২ জন ভারতীয় বিখ্যাত লেখক লেখিকার মধ্যে ৬ জন কে এই সম্মান দেওয়া হবে। আজ
তিনজন সাহিত্য জগতের মানুষ কে তারা সম্মান জানালেন।

যে তিনজন সম্মান পেলেন “মহানদী” উপন্যাসের জন্যে অনিতা অগ্নিহত্রি, এই উপন্যাসের হিন্দি অনুবাদক লিপিকা সাহা ও ঘর পালানো ছেলে উপন্যাসের জন্যে মনোরঞ্জন ব্যাপারী অন্যতম। তাদের হাতে পুষ্পস্তবক, শাল, অন্যান্য উপহার
তুলে দেন ব্যাংক অফ বরোদার একজিকিউটিভ ডিরেক্টর জয়দীপ দত্তরায়।

Related News