Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কোলাঘাটের পানশিলা ফুলবাজার চালুর জোরালো দাবী

কোলাঘাটের পানশিলা ফুলবাজার চালুর বিষয়ে গতকালকে বলাকা মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ ও বস্ত্র দপ্তরের আহ্বানে অনুষ্ঠিত সিনার্জি(সমন্বয়) বৈঠকে দাবী জানিয়েছিল সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। ওই দাবী জানানোর পর বাজারটি চালুর বিষয়ে প্রশাসনকে তৎপর হতে লক্ষ্য করা গিয়েছে। রাজ্যের তৃতীয় বৃহত্তম ফুলবাজার পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়ায় অবস্থিত। ছ নম্বর জাতীয় সড়কের ধারে এই বাজারটি হওয়ার কারণে এবং ভোর তিনটে থেকে বাজারটি চালু হওয়ায় প্রায়শই ভোররাতে দুর্ঘটনা লেগে থাকতো। এই পরিপ্রেক্ষিতে এলাকার ফুলচাষী,ফুলব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণের দাবী ছিল বাজারটি পার্শ্ববর্তী কোন স্থানে সরানোর। গত ২০১৯ সালে তৎকালীন জেলাশাসক ডাঃ রশ্মি কমল এর উদ্যোগে জাতীয় সড়ক পার্শ্ববর্তী পানশিলায় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক একর জমির উপর বাজারটি স্থানান্তরিত করার পরিকল্পনা নিয়ে বাজারের কাঠামো নির্মাণ করা হয়। কিন্তু তারপর পাঁচ বছর অতিক্রান্ত হলেও বাজারটি চালু করা হয়নি। যদিও অব্যবহৃত ওই বাজারে বর্তমানে চালু হয়েছে খাদ্য দপ্তরের অস্থায়ী ধান্য ক্রয় কেন্দ্র। এই পরিপ্রেক্ষিতে গতকালকের ঐ সমন্বয় বৈঠকে বাজারটি চালুর জন্য জোরালো দাবী তোলা হয়। নারায়নবাবু বলেন,গতকালকের ঐ সভায় ওই দাবী তোলার পর দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পান্ডে জেলা শাসককে অবিলম্বে চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন। ফলস্বরূপ দুই মেদিনীপুর ও হাওড়া জেলার কয়েক হাজার ফুলচাষী ও ফুলব্যবসায়ী বাজারটি চালুর বিষয়ে ফের আশান্বিত হয়েছেন।

Related News

Also Read