পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর -২ ব্লকের ইটাবেড়িয়া পঞ্চায়েতের ইটাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনে তৃণমূল সমর্থিতরা জয়ী হয় সোমবার।সমিতির মোট ডেলগেট সংখ্যা -৯, মোট ভোটার ৬০৯,ভোট পড়েছে ৫৫০ ,বাতিল হয় ১৫ টি। নির্বাচিতরা হলেন ইটাবেড়িয়া পূর্বপাড়া থেকে অনুপ কুমার মন্ডল, শেখ মুক্তদা হোসেন, সুদর্শন মন্ডল। ইটাবেড়িয়া পশ্চিমপাড়া থেকে প্রভাস পন্ডা, মানস রঞ্জন মাইতি , হরিদ্রাচক থেকে গৌরহরি ঘোড়াই । মহিলা সংরক্ষিত দুটি আসনে রাখি জিৎ ও সবিতা মাইতি ।এসসি , এসটি সংরক্ষিত আসনে গোপাল চন্দ্র ঘোড়াই। নির্বাচন ঘিরে সকাল থেকে ছিল টানটান উত্তেজনা যাতে কোনরকম অশান্তি না ঘটে, তার জন্য ছিল পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা । গণনার পর ফলাফলে দেখা যায় সবগুলি আসনে জয়ী হয়েছে তৃণমূল জয়ীদের অভিনন্দন জানান দলের ব্লক সভাপতি অম্বিকেশ মান্না, ইটাবেড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি কালিপদ বর্মন, ইটাবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা গৌরাঙ্গ মন্ডল, নেতৃত্ব বিকাশিন্দু গিরি, মহিলা নেত্রী ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি, সহ-সভাপতি উত্তম মাইতি,ব্লক নেতৃত্ব দীপঙ্কর খাটুয়া প্রমুখ। জয়ীদের আবীর মাখিয়ে এলাকা বিজয় মিছিল হয়।





