চন্ডিপুরে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৯শে আষাঢ়, ১৪৩২ বৃহস্পতিবার ( ৩রা জুলাই, ২০২৫ )

চন্ডিপুরে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি

কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্ডিপুর ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের ডাকে জালপাই অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দলীয় কর্মসূচি “তোমার ঠিকানা উন্নয়নের নিশানা” কর্মসূচি পালন করা হয়।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি, জলপাই গ্রাম পঞ্চায়েত প্রধান প্রধান মল্লিকা রায় গিরি, উপ-প্রধান কৃষ্ণা রানী বেরা, ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক অনিমেষ দাস।

অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী ঝরনা মান্না, সুজাতা প্রধান এবং ১৮ টি বুথের সভানেত্রী ও শতাধিক মহিলা কর্মী কে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি “তোমার ঠিকানা উন্নয়নের নিশানা” পালিত হয়।

বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা মানুষ সুষ্ঠুভাবে পাচ্ছে কিনা ও তাঁর উন্নয়নী বার্তা পৌঁছে দেওয়া এই কর্মসূচি র মূল লক্ষ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন মহিলা দের সুরক্ষা ও উন্নয়ন সুনিশ্চি ত করা ২০২৬এর.বিধান সভার ভোটে মহিলা তৃণমূল ১০০% সক্রিয় ভূমিকা পালন করার অঙ্গীকার গ্রহণ করে।

Related News

Also Read

11:58