Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কাজলা জনকল্যান সংঘের শারদ উৎসব।


পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের কাজলা জনকল্যাণ সমিতির শারদ উৎসব ২০২৩ সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উদ্বোধক কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদা ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী কর।এছাড়াও উপ প্রধান সমীর পান্ডব , সারদাময়ী শিশু শিক্ষা নিকেতনের সভাপতি ভূপতি চরণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন ।


নাচ, গান ,আবৃত্তি, নৃত্য আলেখ্য দিয়ে অনুষ্ঠানটিকে সজ্জিত করা হয়। এছাড়াও দেওয়াল পত্রিকা *”কুড়ি”প্রকাশিত করা হয় ল বিকাশ চন্দ্র বেজ তার বক্তব্যে বিভিন্ন বিষয় যেমন কাজলা কল্যাণ সমিতির কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং এই ধরনের প্রয়াসকে মিলন মেলা হিসেবে আখ্যায়িত করেন ল পুজোর দিন গুলিতে আরো বেশি সম্প্রীতি মেলবন্ধন তৈরি হোক এবং শিশুদের জন্য ডেঙ্গু সচেতনতা বিষয়ক বার্তা দেন ল এবং অন্যান্য অতিথিবৃন্দ তার বক্তব্যে এই ধরনের কাজকে সাধুবাদ জানান যা মানুষের মধ্যে বিভেদের কারা প্রাচীর ভেঙে মিলনের ঐক্য তানে আবদ্ধ হবে।

অনুষ্ঠানে প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী, অভিভাবক গ্রামবাসী ও আবাসিক বৃন্দ এবং কর্মী বন্ধু উপস্থিত ছিলেন

Related News