রেল যাত্রীদের সুরক্ষার্থে ট্রেনে ব্যাপক নজরদারি বাড়ানোর পাশাপাশি গতকালকে ভোগপুরে ধৌলি এক্সপ্রেসে মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে আজ খড়্গপুরের ডি.আর.এম.কে স্মারকলিপি দেওয়া হয় নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে।

কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান, দিনদুপুরে নাটকীয়ভাবে ঘটে যাওয়া ওই ঘটনায় রেল যাত্রীরা রীতিমতো আতঙ্কিত এবং স্তম্ভিত। রেলের যাত্রী সুরক্ষা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। এই অবস্থায় রেল যাত্রীদের সুরক্ষার্থে ট্রেনে ব্যাপক নজরদারি বাড়ানোর পাশাপাশি গতকালকের ঘটনায় দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছি আমরা। অন্যদিকে ওই ঘটনায় দুই দুষ্কৃতকারীকে আজ তোলা হলে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে হলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য,গতকাল সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ আপ ধৌলি এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলওয়ের ভোগপুর স্টেশন পার হয়ে প্রায় ২০০ মিটার এগিয়ে যাওয়ার পর কয়েকজন দুষ্কৃতকারী সুরমা হাজরা নামে এক মহিলা যাত্রী বাথরুম থেকে বেরুনোর পর তার গলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করে ও ধস্তাধস্তিতে মহিলাযাত্রীটি পড়ে গেলে দুষ্কৃতকারীরা ট্রেনের চেন টেনে গ্রামের দিকে পালিয়ে যায়। সুরমা হাজরা পড়ে গিয়ে তার ডান হাতের একটা অংশ কেটে যায়। পরে স্থানীয় গ্রামবাসীরা তাড়া করে মহম্মদ শামশেদ ও মহম্মদ ইমরান নামে দুই দুস্কৃতকারীকে ধরে ফেলে এবং মারধর করে আর পি এফ এর হাতে তুলে দেয়। সুরমা দেবীকে প্রথমে রেল পুলিশ খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করলেও পরে কলকাতার এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।





