ইন্দ্রজিৎ আইচ :- আজ মার্টিন বার্ন হাউসে এক নম্বর আর এন মুখাজী রোড এর কাছে।(ঠিক লাল বাজারের উল্টোদিকে) উদ্বোধন হলো জয়শ্রী টি এন্ড ইন্ড্রাস্ট্রি চায়ের দোকান।
এই ব্যান্ড স্টোর এর উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ তিনি এই ব্র্যান্ড এর চা খেয়ে খুব সমাদর করেন।
জয়শ্রী র চা এর নানা শাদের আছে। পাতা চা, গুঁড়ো চা, গ্রীন টি থেকে নানা ফ্লেবার এর চা এখানে পাওয়া যাবে বিভিন্ন দামে। এই চা এর নিজস্ব বাগান আছে বিড়লা কোম্পানির ৭৫ বছরের।
সব মিলিয়ে জয়শ্রী টি এন্ড ইন্ডাস্ট্রির এই চা সকল চা প্রেমীদের মন কারবে।
Post Views: 16