Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

কাজলা জনকল্যাণ সমিতি ও কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত যৌথ উদোগে এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম পরিচালনায় ও অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা ভাজাচাউলি পঞ্চায়েতের সভা কক্ষে চক্ষু পরীক্ষা শিবির হয়। এই পরীক্ষা শিবিরে ভাজাচাউলি, লাউদা, কুমীরদা, দেবেন্দ্র পঞ্চায়েতের এলাকার প্রায় ১৬১ জন চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ৫১ জন রোগী ছানি চিহ্নিত করা হয়। ছানী চিহ্নিতদের চৈতন্যপুর নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন হবে। অভিজ্ঞ চিকিৎসকমন্ডলী ডাঃ রথীন সিনহা, ডাঃসুভাষ জানা, ডাঃ শিল্পা পাত্র । মিশনের পক্ষে ছিলেন দিলীপ প্রামানিক,মলয়কুমার দাস, হরশংকর ভূঞা। কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন কমল মাইতি, মদন বেরা ও কর্মী বৃন্দ। সম্পদ ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দদুলাল মাইতি, উপপ্রধান স্বপন কুমার বাগ, প্রাক্তন উপপ্রধান নীলকমল মাইতি, পঞ্চায়েত সদস্য বিভাস বেজ, তপন শীল,উজ্জ্বল প্রামাণিক প্রমুখ। ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দদুলাল মাইতি বলেন কাজলা জনকল্যাণ সমিতি আমাদের এলাকার রোগীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে চলেছে।এই শিবির করার জন্য পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম থেকে রোগীর উপকৃত হয়েছেন।তিনি কাজলা জনকল্যাণ সমিতিও চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম কে ধন্যবাদ জানান। চক্ষু পরীক্ষা শিবিরটি সুষ্ঠ ভাবে পরিচালনা জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।

Related News

Also Read