পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের প্রত্যয়ী ক্লাবের দুর্গা পূজা উপলক্ষে খুঁটি পুজো হল । এই খুঁটি পুজো দিয়ে সূচনা হলো প্রত্যয়ী ক্লাবের দুর্গাপুজো ।
জানা গেছে এবার আট বছরে পা দিল কাঁথির এই সার্ব্জনীন পুজা কমিটি।
প্রত্যয়ীর পুজোকে কেন্দ্র করে কাঁথিবাসী মেতে থাকেন চারটি দিন। ক্লাবের কর্তারা তারা চেষ্টা করেন সমস্ত দর্শনার্থীদের কে আনন্দ দেওয়ার জন্য এ বছরে তাদের নজর করা থাকবে প্রতিমা ও মন্ডপ বলে জানিয়েছেন ক্লাবের কর্তারা সব থেকে নজর কাটবে আলোকসজ্জা
Post Views: 14