Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )
মেষ রাশি ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা। বুকের সমস্যা বৃদ্ধি। বৃষ রাশি বুদ্ধির ভুলে কোনও ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার। মিথুন রাশি প্রেমের ব্যাপারে অবসাদগ্রস্ত হতে পারেন। ব্যবসায় লাভ বৃদ্ধি, তবে খরচও বাড়বে। কর্কট রাশি কোনও সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান। নতুন কাজের প্রতি  আগ্রহ বৃদ্ধি পাবে। সিংহ রাশি দিনটি ভাল-মন্দ মিশিয়ে কাটবে। বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা কন্যা রাশি পুরনো রোগ থেকে মুক্তিলাভ। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। তুলা রাশি শিক্ষাগত যোগ্যতার কারণে ভাল কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে। বৃশ্চিক রাশি সন্দেহজনক কোনও ব্যক্তির পাল্লায় পড়ে অর্থক্ষতি। মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। ধনু রাশি সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে। মকর রাশি অন্যের জিনিসের প্রতি লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন। সংসারে মনঃকষ্ট। কুম্ভ রাশি বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। মীন রাশি কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে। প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয়।

আজ কেমন যাবে আপনার

 

মেষ রাশি

অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন।

বৃষ রাশি

কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে।

মিথুন রাশি

নতুন কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে।

কর্কট রাশি

কোনও বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে। সারা দিন ব্যবসা ভাল চললেও চিন্তা থাকবে।

সিংহ রাশি

উদ্বেগের কারণে কোনও কাজ পণ্ড হতে পারে। প্রিয়জনের চিকিৎসায় ব্যয় বৃদ্ধি।

কন্যা রাশি

অপরকে সুখী দেখতে গেলে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

তুলা রাশি

সঙ্গীতচর্চায় সুনাম লাভ। অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে।

বৃশ্চিক রাশি

বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি হতে পারে। অপরের সমালোচনা করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে।

ধনু রাশি

ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। কারও উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে।

মকর রাশি

কোনও বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে।

কুম্ভ রাশি

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

মীন রাশি

সম্পত্তি সংক্রান্ত আইনি কাজে সাফল্য আসতে পারে। বাড়িতে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল হবে।

Related News

Also Read