আবারো অসুস্থ হয়ে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। শোকের ছায়া নেমে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সাহাপুর গ্রামের মধ্যপাড়াট সঞ্জয় দাস (৩৫) এর পরিবারে। স্থানীয় সূত্রে জানা গেছে সঞ্জয় দাস এর বাবা গোপাল দাস খুবই দরিদ্র। সংসার চালাতে হিমশিম খেত। ওরা এক ছেলে ও এক মেয়ে। অভাবের তাড়নায় সঞ্জয পাঞ্জাবের জলন্ধরে ফুলের কাজ করতে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লিখিয়েছিল।
ভাইফোঁটার দিন বাড়ি আসার কথা। দূর্গিয়ানা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। ট্রেনের মধ্যে লখনৌ স্টেশনের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। লখনৌ স্টেশনে রেল পুলিশ ওকে নামিয়ে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওনার এক নাবালক ছেলে সহ কয়েকজন কোলাঘাট থেকে শুক্রবার রওনা হয়ে আজ শনিবার দুপুর ২ টায় নাগাদ লখনৌ পৌঁছায়। ওনাদের পক্ষে সঞ্জয়ের দেহ কোলাঘাটে আনার ক্ষেত্রে ব্যায় সাপেক্ষে এবং সম্ভব নয়। তাই ওখানেই শেষকৃত্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। একমাত্র রোজগারে সন্তান এর মৃত্যুতে পরিবার অসহায় হয়ে যায়। হতাশায় ভুগছে এখন তারা কি করবে।





