তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন মঙ্গলবার।আর তার আগের দিন ফের প্রকাশ্যে এলো তৃনমূলের গোষ্ঠী কোন্দল।একই সাথে হুমকী দাবি মানা না হলে গন ইস্তাফার !
কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলায় তৃনমূলের দুই সাংগঠনিক জেলা কাঁথি ও তমলুকের পদাধিকারীদের নাম ঘোষনা করে রাজ্য তৃনমূল নেতৃত্ব।তারপরেই নন্দীগ্রামের তৃনমূল নেতারা প্রতিবাদে নামে প্রকাশ্যে। নব নিযুক্ত পদাধিকারীদের নিয়ে আরো কয়েকটি ব্লকে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ আছে বলে তৃনমূল সুত্রে জানা গেছে।তার মধ্যে এবার
নন্দকুমার ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো ।
সোমবার খঞ্চিতে সাংবাদিক সম্মেলন করে নিজেদের ক্ষোভের কথা সাংবাদিকদের জানালেন প্রাক্তন ব্লক সভাপতি দিনানাথ দাস ,পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি , কর্মাধক্ষ, পঞ্চায়েত উপ প্রধান, সদস্য প্রমুখ নেতৃত্ব।
শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানিয়ে দেন আমরা নন্দকুমারের নতুন ব্লক সভাপতি কে মানতে নারাজ ।প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব।তাঁরা আমরা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়,সুব্রত বক্সীকে জানিয়েছি।
বিক্ষুব্ধ এই গোষ্ঠীর অভিযোগ এক তোলাবাজকে ব্লক সভাপতি করা হয়েছে।স্থানীয় বিধায়কের মদতে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা






