নন্দীগ্রামে-১ ব্লকের হুগলী নদীর সংলগ্ন ছোট্ট খাল আসিমেনিয়া।নদীতে কাঠের নৌকা নিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বহু মৎস্য-মাঝিদের দল । কিন্তু নদীতে নৌকা নিয়ে মাছ ধরলে যে মোটর বাইকের মতো রেজিস্ট্রেশান ও লাইসেন্স লাগে সে তাদের জানা নেই। প্রায়শই উপকূলরক্ষী বাহিনীর হাতে তাঁরা তাড়া খান কিন্তু বুঝতে পারেননা। তাই রেজিস্ট্রেসান লাইসেন্স সহ নদীর অন্যান্য মাছ রক্ষার অভিযান সফল করতে , মৎস্যসম্পদ রক্ষা করতে এবং মৎস্য-মাঝিদের জীবন জীবিকা রক্ষার্থে কোস্টগার্ডসহ নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের সচেতনতা শিবির অনুষ্টিত হল

উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ উন্নয়ন ব্লকের মৎস্যচাষ সমপ্রসারন আধিকারিক সুমন কুমার সাহু, নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানিসহ উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তাগন । নন্দীগ্রাম-১ উন্নয়ন ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন মৎস্য-মাঝিদের নিয়ে ছোট ছোট সভা করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। হুগলী নদীর মৎস্য মাঝি সেকেন্দার মল্লিক বলেন, ব্লক মৎস্য আধিকারিক যে ভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমরা অত্যন্ত্য খুশি । এত বছর আসিমেনিয়ার খাল ধরে আমাদের রুজি-রুটি আর সেই খালের মাঝি হিসেবে আমারা পরিচয় পাচ্ছি। ইলিশ মাছ ও ডলফিন সংরক্ষন বিষয় এদিন আলোচিত হয়
