Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

তেরঙ্গা শাড়িতে শপথ দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ।।

প্রদীপ কুমার মাইতি:-প্রথম আদিবাসী হিসাবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু।ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি ।শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু।    

প্রায় আড়াই দশকের রাজনৈতিক জীবনে বিজেপির বিভিন্ন পদ সামলেছেন দ্রৌপদী মুর্মু। ২০০০ ও ২০০৪ সালে ওড়িশার রাইরংপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির তরফে জিতে বিধায়ক হন দ্রৌপদী মুর্মু। ওড়িশার বিজেপি-বিজেডি জোট সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী ছিলেন। ২০১৫ থেকে ২০২১ অবধি ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল।

সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত হয়েছিল শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রীরা।

Related News

Also Read