Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

দিঘায় উঠলো ২৫ টন ইলিশ,খুশী মাছ প্রিয় বাঙ্গালী

শুক্রবার সকালে আপামর ইলিশ প্রিয় বাঙ্গালীর জন্যে খুশীর খবর এনে দিয়েছে দিঘা মোহনা।।কারন এই মরসুমের প্রথম ইলিশ এসে পৌঁছালো এদিন সকালে।তাও এক-দুই টন নয়,প্রায় ২৫ টন।স্বাভাবিক কারনে খুশী মৎস্যজীবি থেকে মৎস্য ব্যাবসায়ীরা।আর মাছ প্রিয় বাঙ্গালীর কথা তো আলাদা করে বলার জন্যে রাখেনা না।কারন দিঘায় ইলিশ মাছ ওঠার খবরে যেন “চাঁদ হাতে পাওয়ার জোগাড়।”

দিঘা ফিসারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোশিয়েশানের সম্পাদক শ্যামসুন্দর দাস জানিয়েছেন এক একটি ইলিশের ওজন ১ কিলো থেকে দেড় কেজি ।আবার ৪০০ থেকে ৫০০ গ্রামেরও রয়েছে। এক কিলো থেকে বারোশো কিলো দাম ৮০০ থেকে ৯০০ টাকা। আবার ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের দাম ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে দিঘামোহনায়। এই মরসুমে প্রথম এতো পরিমান ইলিশ একসাথে পাওয়া গেল দিঘা মোহনায় ।এরপরেও আরও ট্রলার গুলিতে ইলিশ মাছ আসছে বলে জানিয়েছেন শ্যামসুন্দর বাবু।

ফলে ইলিশ প্রিয় আমবাঙ্গালীর পাতে তাদের সবচেয়ে প্রিয় মাছটা পাতে পড়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

Related News