আদি গঙ্গার দুই পাড়ের বেআইনি দোকান ভাঙ্গার কাজ শুরু  - Ekhansangbad

Select Language

[gtranslate]
২১শে আষাঢ়, ১৪৩২ শনিবার ( ৫ই জুলাই, ২০২৫ )

আদি গঙ্গার দুই পাড়ের বেআইনি দোকান ভাঙ্গার কাজ শুরু 

প্রদীপ কুমার সিংহ

 

সোমবারে পাশাপাশি মঙ্গলবারও গোবিন্দপুর থেকে বারুইপুর খাস মল্লিক পর্যন্ত বাইপাসের আদি গঙ্গার দুধারে যেসব বেআইনি দোকান ছিল তার ভাঙ্গার কাজ হয়। সোমবার বারুইপুর পদ্ম পুকুরে ট্রাফিক বুথের সামনে আদি গঙ্গার পাশে বেআইনি দোকান করেছিল ব্যবসায়ীরা। সেই দোকান উচ্ছেদ করে প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকালে। তার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত পথ অবরোধ করে।

অবরোধকারীদের দাবি ছিল আদি গঙ্গা দু পাড়ে বেআইনি দোকান ভাঙতে হবে। একদিকে ভাঙা হয়েছিল তাই রাস্তা অবরোধ করে ব্যবসায়ীরা। কিন্তু সোমবার বিকেলের পর প্রশাসনের পক্ষ থেকে উল্টোদিকে বেআইনি দোকান গুলো ভাঙ্গা হয়। তারপরেই পথ অবরোধ তুলে নেয়।

 

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখল করা যাবে না। বারুইপুর এর আদি গঙ্গার পাড়ে সেচ দপ্তর এর মগরাহাট ড্রেনেজ দক্ষিণ শাসন থেকে একেবারে কামালগাজী পর্যন্ত জায়গা দখল করে রমরমিয়ে চলছিল হোটেল, চায়ের দোকান, মুদি দোকান থেকে শুরু করে বাইকের গ্যারেজ।এমনকী নতুন দোকানও গজিয়ে উঠছিলো।সোমবার বারুইপুর এর পদ্মপুকুর থেকে অভিযান শুরু করে মগরাহাট ড্রেনেজ ডিভিশন ও বারুইপুর ব্লক প্রশাসনের বিপর্যয় দপ্তর এর লোকজন। জে সি বি মেশিন নিয়ে এসে অভিযান চালিয়ে অবৈধ দোকান ভেঙে দেয়। মোট ১৭ কিলোমিটার এলাকায় অভিযান চলবে। এই কর্মসূচিতে বারুইপুর থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী অংশগ্রহণ করে।লোহার ফেনসিং দিয়ে জাল দিয়ে দেওয়া হবে।এর জন্য ১ কোটি ৫৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

 

প্রাথমিক ভাবে পদ্মপুকুর থেকে গোবিন্দপুর পর্যন্ত অভিযান শুরু হয়েছে। তারপরে বংশীবটতলা থেকে দক্ষিণ শাসন পর্যন্ত আদি গঙ্গার পাড় দখল মুক্ত করা হবে। পদ্মপুকুর ট্রাফিক বুথের সামনে প্রায় ২০ টি বেআইনি দোকান ভেঙে ফেলা হয়। ব্যবসায়ীরা তাদের পেটে লাথি মারার জন্য পথ অবরোধ করে সোমবার বিকাল চারটে থেকে ছয়টা পর্যন্ত। বারুইপুর থানার আধিকারিক সমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সেই পথ অবরোধ তুলে দেয়। ব্যবসায়ীদের দাবি আদি আদি গঙ্গার পাশে আরো বেআইনি ব্যবসায়ীরা দোকান করে রেখেছে সেগুলো কেউ ভাঙতে হবে। সেগুলো যদি না ভাঙ্গায় আগামী দিনে বড় আন্দোলন করবে বলে জানায়।

কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইতের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আসে ঘটনাস্থলে। সুরজিৎ পুর্কায়ে ত বারুইপুর থানা আধিকারিকে সঙ্গে কথা বলে। পরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন ব্যবসায়ীরা পথ অবরোধ তুলে নেয়। এই পথ অবরোধের ফলে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর ক্যানিং যাওয়ার সব গাড়ি বারুইপুর বাইপাসে আটকে যায়। অবরোধ উঠে গেলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

Related News

05:12