চুরি করার অপরাধে এক অপরাধীকে কনকনে ঠান্ডায় সাত সকালে ইলেক্ট্রিক পোস্টে বেঁধে মারধর করলো স্থানীয় মানুষেরা। এমনকি এরপরেও অত্যাচার বন্ধ হয়নি।
এরপরে এলাকার এক খালের নোংরা জলে এই যুবককে ফেলে শাস্তির সাথে চলল মারধর। অমানবিক ঘটনার সাক্ষী থাকলো তমলুক থানার নিমতৌড়ি এলাকা।
মঙ্গলবার সাত সকালে এমন এক অমানবিক ঘটনায় সাক্ষী থাকলো তমলুকের নিমতৌড়ি এলাকাতে।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতৌড়ির সাঁওতানচক বাঁশপুল এলাকায় এক ব্যক্তিকে সোনা চুরি করার অপরাধে হাতেনাতে পাকড়াও হয়। এরপরে ওই যুবককে পোস্টে বেঁধে বেধড়ক মারধর চলে ।পরে স্থানীয় এক খালের নোংরা জলে তাকে ডুবতে বাধ্য করেন এলাকাবাসীরা। ওই যুবক নোংরা জলের উপর শুতে রাজি না হওয়াতে বারবার চলে বেধড়ক মারধর। অমানবিক ঘটনার দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল এলাকাবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তমলুক থানার পুলিশ।যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।