পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার সাওরাবোরিয়া জালপাই ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের চুনাখালি উওর ২৩৯ নাম্বার বুথে নির্দল প্রার্থীর সমর্থককে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠলো । এমন কি নির্দল প্রার্থী বরুণ দাসকে হুমকি দেওয়া হয় বলে
অভিযোগ । রবিবার গভীর
রাত্রিতে এই ঘটনা বলে জানা গেছে।নন্দকুমার থানায় অভিযোগ জানানো হয়েছে।তৃনমূল নেতারা মুখ খুলতে চায়নি।
অভিযোগ রাত্রে চড়াও হয়ে নির্দল প্রার্থীর সর্মর্থক নিতাই হাজরা সহ তাঁর একাধিক সমর্থককে গালি ও হুমকি দেয় তৃনমূল কর্মী কিংকর হাজরা। এমনকি নির্দল সমর্থক নিতাই হাজরা প্রতিবাদ করতে গেলে তাকে বেপক মারধোর করে লাঠি সোটা নিয়ে। তৃনমূল কর্মী
কিংকর হাজরার মারে আহতা হয় নিতাই হাজরা । নিতাই হাজরার হাতে ও পায়ে চোট লাগে। আহ্ত নিতাই হাজরা কে নন্দকুমার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।
