Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

১১ মাস বেতন নেই ! অফিসে তালা লাগিয়ে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা

পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দিঘা শংকরপুর ফিশিং হারবারের অস্থায়ী কর্মীরা বেতনের দাবিতে অফিসে তালা লাগিয়ে বিক্ষোভে বসলো !

আমদোলনকারী ৩০জন অস্থায়ী কর্মীর দাবি তাঁরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না।এর প্রতিবাদে এর আগে তারা ২৭ দিন কর্ম বিরতি পালন করেছিলেন। অভিযোগ তখন তাদেরকে প্রশাসনের থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৬ মাসের বেতন দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

আন্দোলনকারীদের দাবি তাঁরা এখনো পর্যন্ত ১১ মাসের বেতন পাননি ।এরপরেও বারবার আবেদন জানিয়ে কোন কাজ না হওয়ায় তাই আজ আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে শংকরপুর ফিশিং হারবারে অবস্থান-বিক্ষোভে বসলেন কর্মীরা।

অফিসে ঢুকতে না পেরে কার্যত বাইরে অপেক্ষা করে থাকতে হলো এবং কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো ফিশিং হারবারের আধিকারিক অরিন্দম সেনগুপ্তকে।
যদিওবা অরিন্দম বাবুকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন প্রশ্নের উত্তরই দিতে চাননি। এটা অফিসের পার্সোনাল মেটার বলে এই ব্যাপারটি সম্পূর্ণ এড়িয়ে যান।

Related News

Also Read