Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে সুইট ইলেভেন ও এগরা নেভিগেশনের জয়

কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে আজ সকালের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে সুইট ইলেভেন ও মল্লিক ব্রাদার্স। টসে জিতে মল্লিক ব্রাদার্স সুইট ইলেভেন কে ব্যাট করতে পাঠায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। প্রত্তুতরে মল্লিক ব্রাদার্স ৯ উইকেটে ১৫৪ রান করে ফলে সুইট ইলেভেন ১১ রানে জয় লাভ করে। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন সুইট ইলেভেন এর শশাংক দাস। এই পুরস্কার তুলে দেন কৃষ্ণেন্দু মিশ্র।

দিনের দ্বিতীয় খেলা কন্টাই পাইনিওয়ার ইলেভেন ও তমাল এন্টার প্রাইজ এগরা নেভিগেশন। টসে জিতে পাইনিওয়ার ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে এগরা নেভিগেশন ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে প্রত্তুতরে পাইনিওয়ার ইলেভেন ১৫.২ ওভারে মাত্র ৬৩ রানে আল আউট হয়ে যায়। ফলে এগরা নেভিগেশন ৯৪ রান জয়লাভ করে। এই খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন এগরা নেভিগেশন এর মানিক সাউ।এই পুরস্কার তুলে দেন চন্দন মাইতি। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ জানিয়েছেন আগামী দুটি খেলা সকালে হাতিশাল অগ্রগামী সংঘ বনাম বালিঘাই ক্রিকেট একাডেমি বিকালে কন্টাই সিএসএসএ বনাম সুইট ইলেভেন।

Related News