উপকূলমুখী ধেয়ে আসছে প্রবল গতিতে “ডানা”। জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষজন কেমন আছেন বা তাদের কি সমস্যা রয়েছে কিনা তা জানার জন্য বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শন করলেন জেলা সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক। রামনগর ১ ব্লকের তাজপুরে ভাঙ্গা সমুদ্র বাঁধ ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রকোপে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাঁধ পরিদর্শন করলেন তিনি। বৃহস্পতিবার জামড়া শিশু শিক্ষা কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ের নিকট যে সকল অসহায় মানুষেরা ঘর করে জীবনযাপন অতিবাহিত করেন তাদের সকলকে এই বিপর্যয়ের সময় পাশে থাকার আশ্বাস দিলেন।তাদের অসুবিধা সুবিধার বিষয়ে খোঁজ খবর নিলেন। তারপর তিনি শংকরপুর মৎস্যবন্দর পরিদর্শনে যান।
সেখানকার এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন। উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা শংকরপুর ফিশারমেন এন্ড ফিস ট্রেডার্স এসোসিয়েশনের কর্মকর্তা স্বদেশ নায়ক, রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক,পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য নেতৃত্ব। শংকরপুর ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স এসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে “ডানা” মোকাবেলায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাও করেন। তারপরে ওল্ড দিঘা এবং নিউ দীঘার সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শন করেন। এছাড়াও তিনি একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সমস্যার কথা শোনেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন বলে জানা গেছে।






