পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি উত্তম বারিক সরাসরি উত্তম এই নামে একটি হেল্পলাইন চালু করেছেন। ফোন নম্বরটি হলো ৭০৭৬ ৫০১৭০১। এই নম্বরে ফোন করে বিভিন্ন এলাকার সমস্যা সরাসরি উত্তমবাবুকে জানানো যাবে।
উত্তমবাবু জানিয়েছেন এলাকার উন্নয়নের জন্য এই হেল্পলাইনটি চালু করা হয়েছে। অভিযোগগুলো নথিভুক্ত করে রাখা হবে নির্বাচনের পরে সমস্ত এলাকার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চলবে। এই নম্বর প্রচারের সঙ্গে সঙ্গেই বহু মানুষ ফোন করে এলাকার অভিযোগ জানানো শুরু করেছে বলে উত্তম বাবু জানিয়েছেন।

Post Views: 58





