Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩১ সোমবার ( ১৩ই জানুয়ারি, ২০২৫ )

মেদিনীপুর কলেজে আবৃত্তি কলাকেন্দ্র ‘ র বসন্ত উৎসব।

মেদিনীপুর কলেজ প্রাঙ্গণে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো আবৃত্তি ও শ্রুতিনাটক প্রশিক্ষণ সংস্থা আবৃত্তি কলাকেন্দ্র আয়োজিত ‘ বসন্ত উৎসব ‘। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণাধার বিশিষ্ট বাচিক শিল্পী মোম চক্রবর্তী। অনুষ্ঠানে পরিবেশিত হলো সংস্থার ছাত্র ছাত্রীদের আবৃত্তি , ‘কিশলয় ‘ এর ছাত্রছাত্রীদের সঙ্গীত , সমবেত আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান । আমন্ত্রিত শিল্পীহিসেবে অনুষ্ঠানে অংশ নেন আলোকবরণ মাইতি , রথীন্দ্রনাথ দাস , সুমেধা বন্দোপাধ্যায়, অংশুলা কর , দৈবায়নী খান এবং অদিতি মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে বর্নময় করে তোলেন কবি ও আবৃত্তিকার আরণ্যক বসু , শুভদীপ বসু,সুতনুকা মিত্র মাইতি,মিতা সেনগুপ্ত । শ্রুতি নাটক পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল ।এই বসন্ত উৎসবের বিশেষ এবং ব্যতিক্রমী আকর্ষণ ছিল তরুণ কবিদের কবিতা পাঠ । কবি অভিনন্দন মুখোপাধ্যায়ের সঞ্চালনায় একে একে নিজেদের কবিতা পাঠ করেন কবি সিদ্ধার্থ সাতরা, রাজেশ্বরী সড়ঙ্গী, আগমনী কর মিশ্র , সৌমদীপ চক্রবর্তী , অনিন্দিতা শাসমল, মঙ্গল হাজরা এবং অভিনন্দন মুখোপাধ্যায় স্বয়ং । নৃত্যে সোমপ্রিয়া সেন এবং শায়েরী চক্রবর্তী ‘ র উপস্থাপনা ছিলো ভীষণই দৃষ্টিনন্দন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, কবি ও ঔপন্যাসিক নির্মাল্য মুখোপাধ্যায় ,প্রধান শিক্ষিকা স্বাতী বন্দোপাধ্যায়, ছড়াকার ও সম্পাদক বিদ্যুৎ পাল, সঙ্গীত শিল্পী সুপান্থ বসু ও অভিনেত্রী স্বপ্না বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সবাই তাঁদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রাণিত করেন শ্রোতাদের। বিশেষ করে কবি নির্মাল্য মুখোপাধ্যায়ের কথিকা,যা একান্ত মনগ্রাহী ও বার্তাবহ । এছাড়াও উজ্জ্বল উপস্থিত ছিলেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,নরসিংহ দাস ,মণিকাঞ্চন রায় সংস্কৃতিপ্রেমী অরুণ প্রতিহার প্রমূখ। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল নজরকাড়া। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মনিকাঞ্চন রায়
ও তাঁর ছোট্ট মেয়ে আরুষি ‘ র মঞ্চসজ্জা । আবহ রচনায় প্রদীপ দাস ও বিদেশ বসু অনন্য ভূমিকা পালন করেন।স্মারক সৃজনে প্রতিবারের মতই নাট্যকার জয়ন্ত চক্রবর্তী তাঁর সৃজনশীল শিল্পসৃষ্টির উজ্জ্বল নিদর্শন রাখেন । সমগ্র অনুষ্ঠানটিই ছিলো একটি ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচয়বাহী। কবিতা ও গানের একটি কোলাজ ” প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় ” দর্শদের কাছে মনোগ্রাহী হয়ে ওঠে ।
সমগ্র অনুষ্ঠানটির ভাবনা,রূপায়ণ ও সঞ্চলনায় আবৃত্তি কলা কেন্দ্রের কর্নধার মোম চক্রবর্তীর ।

Related News

Also Read