পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার দূষন নিয়ন্ত্রনে এবার সাফাই চালালো চারু হার্ডওয়ারস। শুক্রবার জামশেদজি টাটার ১৮৪ তম জন্মদিন উপলক্ষে এই ব্যাবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিঘায় সাফাই অভিযান চালানো হয়।
সৈকত শহরে সাফাই অভিযান চালানো এই প্রতিষ্ঠানটির পক্ষে বলা হয়েছে তাঁরা মানুষের কাছে বার্তা দিতে চান যে দিঘা হচ্ছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। আর সেই জায়গায় বহু পর্যটক দিঘাতে বেড়াতে আসেন। বেড়াতে আসা পর্যটকদের একটা অংশের মানুষ যত তত্র নোংরা আবর্জনা ফেলে দিয়ে যান,ফলে দুষনের মাত্রা বাড়ে ।
চারু হার্ডওয়ারসের আধিকারিকেরা বলেন পরিবেশকে সুস্থ রাখতে হলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত। এদিন এই সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকজন কর্মী ঝাঁটা হাতে নিয়ে নেমে পড়েন সাফাই অভিযানে।
সংস্থার অন্যতম কর্মকর্তা উজ্জ্বল মাইতি বলেন আমরা এই ধরনের সমাজ সেবামূলক কাজ বিভিন্ন সময়ে করে থাকি। দিঘা যেহেতু আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তাই তার পরিবেশকে পরিচ্ছন্নরাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমরা এই ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছি।