Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। খেজুরিতে উদ্ধার হল টাইপ্লোপিড ।।

শুক্রবার সকালে খেজুরি-১ ব্লকের দেউলপোতা গ্রামে সাগর সামন্ত নামের এক ব্যাক্তির বাড়িতে মাটি ভরাটের সময় উদ্ধার হয় টাইপ্লোপিড।

সাপের মতো দেখতে বাড়ির পাশের জলা জায়গা থেকে মাটি কাটার সময় মাটির সাথে উঠে আসে টাইপ্লোপিড। দেখা মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন পরিবার ও প্রতিবেশীরা।



খবর পেয়ে অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য প্রীতম মহাপাত্র, শুভ রায় পৌঁছায় ওই ব্যাক্তির বাড়িতে।

অভিন্ন সংস্থার তরফে যোগাযোগ করা হয় বাজকুল রেঞ্জ বন আধিকারিক শমীক জানার সাথে। শমীক বাবু সংস্থার সদস্যদের বলেন, এটি টাইপ্লোপিড বা স্যান্ড বোয়া নামে পরিচিত। অন্ধ সাপের একটি প্রজাতি। বিষধর বা ক্ষতিকর নয়। এরপর সংস্থার সদস্যরা সকলকে বুঝিয়ে টাইপ্লোপিড বা স্যান্ড বোয়া সাপটিকে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত টাইপ্লোপিড বা স্যান্ড বোয়া বেশিরভাগ আফ্রিকা, এশিয়া, আমেরিকা এবং সমস্ত মূল ভূখণ্ড অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দ্বীপের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। মাটির নিচে গর্তের মধ্যে বাস করে।

হালকা-শনাক্তকারী কালো চোখের দাগ রয়েছে এবং দাঁত উপরের চোয়ালে দেখা দেয়।

Related News

Also Read