Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডাইরেক্টার নির্বাচনে বিনা নির্বাচনে জয়ী তৃনমূল

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে প্রার্থীই দিতে পারলোনা বিজেপি।উত্তর কাঁথি বিধানসভা এলাকার অন্তর্গত এই সমবায় সমিতি।উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক বিজেপির সুমিতা সিনহা এবং কাঁথি লোকসভার সাংসদ সৌম্যেন্দু অধিকারী।রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথিতেই একটা সমবায় সমিতির নির্বাচনে বিজেপি একটাও প্রার্থী দিতে না পারায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

গত সেপ্টেম্বের মাসে ৫২টি ডেলিগেট আসবে নির্বাচন হয়।৪৮টি আসনে তৃনমূল ও ৪টি আসনে বিজেপির প্রার্থীরা জয় লাভ করে।সোমবার পরিচালন সমিটির ১১টি ডাইরেক্টার আসনে নির্বাচনে মনোননয় জমার তারিখ ছিলো।বিজেপির নির্বাচিত একজন ডেলিগেট অও মনোনয়ন পত্র জমা দেয়নি।

 

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান তরুন জানা বলেন মনোনয়ন জমা দিলেও বিজেপির জয়ের কোন সম্ভাবনা ছিলো না।তবে ওরা মনোনয়ন করলে নির্বাচন হোত।কিন্তু সেটাও করার সাহস দেখাতে পারলো না বিজেপি।

Related News

Also Read