জুলাই ২০২১ থেকে বকেয়া মজুরি সংশোধন (সি ও ডি) ও অবিলম্বে কার্যকর করা, পুলিশ ভেরিফিকেশনের নামে কারখানায় কাজে ঢোকার সময় গেটে প্রতিদিন হয়রানি বন্ধ করা, নিয়মিত ন্যায্য মজুরি দেওয়া, শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করতে শ্রম আইন লঙ্ঘন করা, ইপিএস-৯৫ উচ্চতর পেনশনের জন্য প্রয়োজনীয় নথি দ্রুত প্রভিডেন্ট ফান্ড অফিসে জমা দেওয়া সহ অন্যান্য দাবিতে সিটুর উদ্যোগে আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হলদিয়া শোধনাগারের প্রশাসনিক কার্যালয়ের সামনে অনশন ও ধর্না কর্মসূচি চলছে।
সিটু নিয়ন্ত্রিত আইওসি ঠিকা ও ক্যান্টিন শ্রমিকরা ধর্না কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও আইওসি মার্কেটিং ডিভিশন সহ রিফাইনারীর অন্তর্গত অন্যান্য শ্রমিক-কর্মচারীরাও এই ধর্ণায় অংশ নেন। আন্দোলনের সমর্থনে উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন – শ্রমিক নেতা লক্ষ্মীকান্ত সামন্ত, গুরুপদ পাল, চন্ডীপদ জানা, অচিন্ত্য শাসমল, পরিতোষ পট্টনায়ক, সত্যরঞ্জন জানা, দেবেশ আদক প্রমুখ।





