প্রদীপ কুমার সিংহ:- বারুইপুরে রবিবারে রক্তদানের উৎসব হয়। বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারুইপুর পিয়াদা পাড়ায় একটি রক্তদান শিবির হয় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য। এটি পরিচালনা করেন পিয়াদা পাড়া গ্রামবাসী বৃন্দ। অষ্টম বছরের পদার্পণ করল রক্তদান শিবির। একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রবিবার প্রায় ৭৫ জন রক্ত দাতা রক্তদান করেন। গ্রামবাসী কাজল সর্দার সঙ্গে কথা বলে জানা যায় তার মেয়ের থ্যালাসেমিয়া আক্রান্ত। একসময় রক্তের জন্য অনেক ব্লাড ব্যাংকে দৌড়াতে হয়েছে। ব্লাড ব্যাংক গুলি হাজার হাজার টাকার বিনিময়ে সেই ব্লাড নিয়ে আসতে হতো। মাসে দুবার করে তার ব্লাড লাগে। সেই কথা মাথায় রেখে তখন গ্রামের মানুষকে নিয়ে ও তার পরিবারের সঙ্গে নিয়ে রবিবার অষ্টম বছরের রক্তদান শিবির করে ।একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায়। বহুদূর দুর থেকে এই রক্তদান শিবিরের প্রায় ৭৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।মানুষ সচেতন হয়েই থ্যালাসেমিয়ার রোগীদের বাঁচাবার তাগিদে এগিয়ে আসে।
পাশাপাশি বারুইপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরে আয়োজন করে। এই রক্তদান শিবিরটি হয় বারুইপুর উকিলপাড়া রামসধন স্কুলের পাশে ওরিয়েন্ট ক্লাবে। এই রক্তদান শিবিরে বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় হয়। উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা গৌতম দাস,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ। এই রক্তদান শিবিরে প্রায় ৪৮ জন রক্তদান করে। বারুইপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরেই এই রক্তদান শিবির করে।
