Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

পন্থেশ্বরী মিলন উৎসবে  অন্নমহোৎসব অনুষ্ঠান

রামনগর ১ ব্লকের তালগাছাড়ী-২ গ্রাম পঞ্চায়েতের  বোধড়া পন্থেশ্বরী মিলন উৎসবের ৩২ প্রহর নাম যজ্ঞের পর শনিবার  অন্নমহোৎসব অনুষ্ঠান হল। অন্ন মহোৎসবে অন্ন ভোগ দান করে   শুভ উদ্বোধন করেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি।উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা শম্পা মহাপাত্র, রামনগর থানার ওসি অমিত দেব, মন্দারমনি থানার ওসি অরিজিৎ চ্যাটার্জী, পঞ্চায়েত প্রধান সবিতা খাটুয়া, তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ সুপ্রিয় দে, বিশিষ্ট চিকিৎসক  ডাঃ গৌতম প্রধান, পঞ্চায়েত সদস্যা তুলসী ভঞ্জ, মধুমিতা জানা,পঞ্চায়েত সদস্য  শান্তি গোপাল, চন্দ্র রাজকুমার খালুয়া, বিশ্বনাথ দাস, বিশিষ্ট সমাজসেবী আতঙ্ক ভঞ্জন জানা হরে কৃষ্ণ মাইতি প্রমূখ।

এই অন্ন মহোৎসবে প্রায় ১৫ হাজার মানুষ পাত পেড়ে মহা আনন্দে  অন্ন ভোগ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও উৎসব কমিটির কর্মকর্তা বিশ্বজিৎ জানা। এই মিলন মেলার শুভ সূচনা হয়েছিল মকর সংক্রান্তির পুন্য লগ্নে। চলছে যাত্রা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য সেবা কর্মসূচি। আগামী সোমবার বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তা বিশ্বজিৎ জানা।

Related News