Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। চারদিনের চণ্ডীতলা প্রম্পটার এর নাট্য উৎসব ।।

ইন্দ্রজিৎ আইচ:- চন্ডীতলা প্রম্পটারের আয়োজনে চন্ডীতলা বিডিও অফিসের কাছেই বিদ্যাসাগর কমিউনিটি হলে একাদশতম নাট্য মেলার আসর বসেছিল।


চলচ্চিত্র জগতের মহান শিল্পী শুভাশীষ মুখোপাধ্যায়, প্রফেসার ও বিশিষ্ট অভিনেত্রী ড: শক্তি রায় চৌধুরী, হুগলীজেলা পরিষদের পূর্ত, কর্ম ও পরিবহন দপ্তরের ড: সুবীর মুখার্জী, গরলগাছা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শঙ্কর তালুকদার প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন।


চারদিন ব্যাপী এই নাট্য মেলায় প্রম্পটারের কর্ণধার প্রদীপ রায় বললেন প্রতি বছরের মতো আমরা এই উৎসবের আয়োজন করে থাকি।এবছর শুভাশীষ মুখোপাধ্যায় আমাদের মধ্যে এসে এই উৎসবকে আরো জনপ্রিয় করে দিয়ে গেলেন।আমরা অনুপ্রাণিত হলাম।

শুভাশীষ মুখোপাধ্যায় বলেন প্রদীপ রায় একজন দক্ষ কারিগর।23 বছর ধরে একটি নাটকের দল সুনামের সঙ্গে চলছে।ভাবা যায়! হুগলী জেলার এই প্রতিষ্ঠানের আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। সুযোগ পেলে আমি আবার আসবো।

ড:সুবীর মুখার্জী বলেন প্রদীপদার সঙ্গে আমার আত্মার সম্পর্ক।প্রম্পটার এর জন্মলগ্ন থেকে আমি আছি।তাঁর এই নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।তাঁর সহযোদ্ধা ও সমস্ত কলাকুশলীদের অভিনন্দন জানাই এই কারনে যে ছোট ছোট ছেলেমেয়েরা যে নাটকগুলো উপহার দেয় তা অনবদ্য। আমি আছি।থাকবো।


প্রিয়াঙ্কা ঘোষের পরিচালনায় উদ্বোধনী নৃত্যের পর ড:শক্তি রায় চৌধুরীর পরিচালনায় “বিপন্নতা” নাটকে তাঁর একক অভিনয় দর্শকদের টানটান করে বসিয়ে রাখে।এই নাট্যউৎসবে তেরো টি নাট্য দল অংশগ্রহণ করে।প্রম্পটারের নিজস্ব চারটি প্রযোজনা সুক্ষবিচার, সৎপাত্র, জীবন থেকে নেওয়া ও মুক্তিসূর্য ক্ষুদিরাম মঞ্চস্ত হয়।

এছাড়া দমদম শব্দ মুগ্ধ “নবাব “ও মিউনাস “দূষণ” পরিবেশন করে। দুটি নাটকই দর্শকদের মুগ্ধ করেছে।
এই চারদিন হরিপাল আশ্রমিকের দ্য সেলসম্যান, চাঁপদানি আর্ট এন্ড কালচারাল সোসাইটির রক্তবীজ, জয়নগর এষণা র অনির্বান, রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রূপের ঘরে ফেরা, সাইথিয়া ওয়েক আপের মায়া উত্তরপাড়া উত্তরায়ন এর অন্তমিল, মৃত্তিকার তালফেরতা, খরদাহ থিয়েটার জোনের আমি তো সেই মেয়ে, ইউনিটি মালঞ্চের অলীক ও বালিগঞ্জ স্বপ্ন সূচনা র তিন নম্বর চোখ মোট সতেরো টি নাটক মঞ্চস্থ হয়। করোনার পর আবার দর্শকদের হলমুখী দেখে সবাই আশাবাদী।স্বার্থক একাদশ তম চণ্ডীতলা প্রম্পটার এর এই নাট্য মেলা ।

Related News