পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কিছু অসাধু বড় ব্যবসায়ীরা এলাকার ছোট পরচুলা ব্যাবসায়ীদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ । ভগবানপুরের বহু মানুষ এই পরচুল ব্যবসাকে বাঁচিয়ে রেখেছে এটা একটা ভগবানপুরবাসীর কাছে বড় শিল্প, এবং রুজি রোজগারের এটা একটা অঙ্গ কিন্তু তার প্রায় বন্ধের মুখে।

পরচুলা ব্যবসা ভগবানপুরকে একটা অন্যতম জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে কোটি কোটি টাকার পরচুল ফেন্সি করে পেটি করার পর বাইরের দেশের রপ্তানি হত। এরপর চুলের ওপর ভিত্তি করে ভগবানপুরবাসী এক প্রকার জীবিকা নির্বাহ করে থাকেন। ভগবানপুরের বাড়িতে বাড়িতে চুল ব্যবসার রমরমা একপ্রকার গজিয়ে উঠেছে। তার ওপর ভিত্তি করেই হাজার হাজার টাকা রোজগার করেন সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের মানুষজন। এই পরচুল ব্যবসা ভগবানপুর এলাকার বহু মানুষকে অর্থনৈতিক দিক থেকে শীর্ষে পৌঁছে দিয়েছে।
তার মধ্যেই ভগবানপুরে কিছু অসাধু পরচুল ব্যবসায়ী বহু ক্ষুদ্র ক্ষুদ্র কাটাপাটিদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ । বিশেষতভাবে দুজন ব্যক্তির নাম প্রকাশ্যে আনছে প্রতারিত চুল ব্যবসায়ীরা।

বেঁউদিয়ার বাসিন্দা মেহেতাব খান ও লালপুরের বাসিন্দা শেখ মোজেহার এই দুই ব্যাক্তি অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে প্রতারিত করে এক একজন ১৬ কোটি টাকা তাঁদের কাছ থেকে হাতিয়ে নেয়। এ বিষয়ে ভগবানপুর থানা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার এসপির কাছেও পর্যন্ত অভিযোগ করা হয়।প্রতারিতরা জানিয়েছেন
কোন সুরাহা পাননি তাঁরা। সে কারণে ই এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপীনাথপুর বাজারে সমস্ত প্রতারিত চুল ব্যবসায়ীরা একত্রিত হয়ে সমাবেশ করে।
ভগবানপুর থানার অন্তর্গত গোপীনাথপুরে প্রতারিত চুল ব্যবসায়ীরা সকাল ১০ টা থেকে দিনভর বিক্ষোভ চলে । তাদের দাবি ভগবানপুর থানার পুলিশ প্রতারকদের অবিলম্বে গ্রেপ্তার না করলে এবং প্রতারিত ব্যক্তিদের ন্যায্য টাকা ফেরত না দিলে তাদের আন্দোলন এভাবেই চলবে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে






