Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। রাসমণি স্কুলে অডিটোরিয়াম উদ্বোধন ।।

প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ে একটি অডিটোরিয়াম উদ্বোধন হলো শুক্রবার ।উদ্বোধন করলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরে মহকুমা শাসক সুমন পোদ্দার, বারুইপুরে বিডিও সৌরভ মাঝি, দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ শামীমা শেখ, উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র,বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী সহ বারুইপুর পৌরসভার একাধিক কাউন্সিলর গন, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়,ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই অডিটোরামের নাম দেওয়া হয় বারুইপুরের প্রাক্তন বিধায়ক তথা সমাজসেবক অরূপ ভদ্র মঞ্চ।

রাসমণি স্কুলে প্রধান শিক্ষিকা বলেন যে এই স্কুলটি স্থাপিত হয়েছিল ১৯ ৪৭ সালে। এই স্কুলের পরিধি আগে থেকে অনেকটাই বেড়েছে সেই জন্য এখন ছাত্রীর সংখ্যা ৩০০০। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা অনেক সময় হয় না অডিটোরিয়ামের অভাবে। এই অডিটোরিয়াম হওয়ার ফলে স্কুলে অনুষ্ঠান করতে সহায়তা হবে।


অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন রাসমণি স্কুল এখন রেংকিং এ অনেক আগে আছে তবে এখানকার ছাত্রীদের আরো ভালো করে পড়াশোনা করতে হবে। ভবিষ্যতে এরা চাকরি করবে কিন্তু তারা যেন পশ্চিমবাংলায় চাকরি করে, কেননা তাদের বাবা-মাও তাতে অনেকটাই ভালো থাকবে এবং রাজ্যের ও উন্নতি হবে।

এই অডিটোরিয়াম এর সঙ্গে স্কুলে একটা বিশুদ্ধ শীতল পানীয় জল কেন্দ্র উদ্বোধন করেন এই দিন । এটিও উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শামীমা শেখ।মোট খরচা হয়েছে, ৪২ লক্ষ টাকা।


এই অডিটোরিয়াম ও বিশুদ্ধ শীতল পানীয় জলের কেন্দ্রটি জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র প্রচেষ্টায়, পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় এই প্রকল্প গুলি করেন। স্কুলের প্রত্যেকটি টিচার ও প্রত্যেকটি ছাত্রী খুবই আনন্দিত এই প্রকল্পগুলি উদ্বোধন হওয়াতে।

Related News